টেসলা প্রায় সাত লাখ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৬ লাখ ৯৪ হাজার ৩০৪টি গাড়িতে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানির মতে, এই ত্রুটির কারণে টায়ারের চাপ কম হলে সতর্কতা বাতি জ্বলে না এবং চালককে বিপদ সম্পর্কে আগেভাগে জানানো সম্ভব হয় না। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। মডেল ৩, মডেল ওয়াই এবং সাইবারট্রাক মডেলের এসব গাড়ি প্রত্যাহারের আওতায় এসেছে।
টেসলা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের জানিয়ে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাদের কাছে চিঠি পাঠানো হবে। এটি কোনো নতুন ঘটনা নয়; এর আগে জুলাই মাসে হুডের ত্রুটির কারণে ১৮ লাখ গাড়ি ফিরিয়ে নেয় কোম্পানিটি।
চলতি বছর ফেব্রুয়ারিতেও যুক্তরাষ্ট্রে প্রায় ২২ লাখ গাড়ি প্রত্যাহার করা হয়। সেই সময়ে যন্ত্র প্যানেলের সতর্কতা বাতির আকার ছোট হওয়া নিয়ে সমস্যা দেখা দেয়। এ নিয়ে মোট সাতবার টেসলার সাইবারট্রাক ফিরিয়ে নেওয়া হলো।