টিউলিপকে বরখাস্তের দাবি বিরোধীদলের
যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা কেমি ব্যাডেনোচ সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্তের দাবি জানিয়েছেন। লেবার সরকারের এই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকায় তিনি পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন বলে বিবিসি জানিয়েছে।
টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থবাজার নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত ইকোনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে কর্মরত। তবে বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে তিনি এবং তার পরিবারের সদস্যরা তদন্তের আওতায় রয়েছেন।
বিরোধীদলীয় নেতা কেমি ব্যাডেনোচ সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে উল্লেখ করেছেন, “প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের উচিত টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করা। দুর্নীতির অভিযোগের মুখে থাকা মন্ত্রী সরকার পরিচালনায় বাধা সৃষ্টি করছেন।”
টিউলিপকে বরখাস্তের দাবি বিরোধীদলের আরো পড়ুন।
এছাড়া কনজারভেটিভ দলের এমপিরাও তার পদত্যাগের দাবি তুলেছেন। টোরি এমপি বব ব্ল্যাকম্যান বলেছেন, টিউলিপকে তার সম্পত্তি ও লেনদেনের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে, তিনি আর মন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন না।
তবে টিউলিপ সিদ্দিক সব ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। নিজেকে নির্দোষ দাবি করে তিনি যুক্তরাজ্যের মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার স্যার লরি ম্যাগনাসের কাছে তদন্তের আহ্বান জানিয়েছেন। এক চিঠিতে তিনি বলেছেন, “আমি কোনো অন্যায় করিনি।”
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। কুবিস্থ কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফ-সোনিয়া আরো খবর পড়ুন ।
আরইউএস