যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগের পর তার স্থানে নিয়োগ পেয়েছেন লেবার পার্টির এমপি এমা রেনল্ডস। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে নতুন অর্থনীতিবিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
৪৭ বছর বয়সী এমা রেনল্ডস এর আগে পেনশন মন্ত্রী এবং জুনিয়র ট্রেজারি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিউলিপ সিদ্দিকের পদত্যাগ গ্রহণ করার পরপরই ট্রেজারি মন্ত্রণালয়ে পুনর্গঠন ঘোষণা করে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।
এমা রেনল্ডস বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব এলাকার প্রতিনিধিত্ব করছেন এবং এর আগে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন। অভিযোগের মধ্যে রয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে উপহার গ্রহণ এবং ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের টিকিট নেয়া।
এ ছাড়া তার বিরুদ্ধে আরও অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ তদন্ত করছে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগ।
বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের বরখাস্তের দাবি জানিয়ে বলেছিল, তার নাম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ায় তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন। টিউলিপ সিদ্দিক নিজেই ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান, যা পরে শুরু করা হয়।
আরইউএস