যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে।
সম্প্রতি ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে একটি গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এ বিষয়ে তথ্য জানিয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
অভিযোগ অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের মাধ্যমে টিউলিপ ও তার পরিবার প্রায় ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। প্রকল্পটির ৯০% অর্থায়ন এসেছে রাশিয়া থেকে এবং এটি পরিচালনা করছে রাশিয়ান কোম্পানি রোসাটম। এছাড়া, লন্ডনে এক বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
যদি এসব অভিযোগ প্রমাণিত হয়, তবে যুক্তরাজ্যের ব্রাইবারি অ্যাক্ট ২০১০ অনুযায়ী, টিউলিপ সিদ্দিক সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। এনসিএ বাংলাদেশের তদন্ত সংস্থাকে সহায়তা করার প্রস্তাব দিয়েছে, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
এনসিএ এরই মধ্যে যুক্তরাজ্যের পক্ষ থেকেও তার বিরুদ্ধে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। এটি সংস্থাটির বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে, ২০২৪ সালের অক্টোবরে প্রথম সফরে এনসিএ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দুর্নীতিবিরোধী তদন্তে সহায়তা করার প্রস্তাব দেয়।
এছাড়া, অভিযোগ রয়েছে যে, শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা প্রতি বছর প্রায় ১৩ বিলিয়ন পাউন্ড বিদেশে পাচার করেছেন। টিউলিপ সিদ্দিক সম্প্রতি লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেছেন, যা তার বিরুদ্ধে চলমান তদন্তের কারণেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুদক টিউলিপ ও তার পরিবারের বিরুদ্ধে আরও দুটি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে। তবে তিনি এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। লেবার পার্টিও জানিয়েছে যে, অভিযোগগুলোর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং টিউলিপ সিদ্দিকের সঙ্গে এ বিষয়ে কেউ যোগাযোগ করেনি।
এনসিএ ও ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আরইউএস//বিএন