বাংলাদেশ থেকে টিকটকে প্রকাশিত প্রায় ৭২ লাখ ভিডিও কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে সরিয়েছে কতৃপক্ষ।
গতকাল (৭ জুলাই) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক কতৃপক্ষ।
সম্প্রতি চলতি বছরের প্রথম তিনমাসের (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদন প্রকাশ করে টিকটক কতৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের প্রথম তিন মাসে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে বাংলাদেশ থেকে টিকটকে প্রকাশিত ৭১ লাখ ৭১ হাজার ৮৩২ টি ভিডিও সরানো হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে ভিডিও সরানোর হার ছিলো ৯৯.৪ শতাংশ। আর সেটা করা হয়েছে ভিডিও প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই।
এছাড়াও কম বয়সীদের নিরাপত্তা নিশ্চিত করতে একাউন্টও নিষ্ক্রিয় করেছে টিকটক কতৃপক্ষ। ব্যবহারকারীর বয়স ১৩ বছরের কম সন্দেহ হওয়ায় বিশ্বজুড়ে ২ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৪১৪ টি একাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে।