চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে আয়োজিত হওয়ার কথা নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশের চলমান অস্থিরতার কারণে পরিবর্তন করা হতে পারে মেগা টুর্নামেন্টের ভেন্যু। আইসিসি কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে৷ শিক্ষার্থী-জনতার আন্দোলন সামাল দিতে না পেরে দেশ ছেড়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা প্রধান এবং রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আশ্বাস দিলেও জনমনে অস্থিরতা বিরাজ করছে৷
৩-২০ অক্টোবর পর্যন্ত ১০ দল নিয়ে বাংলাদেশে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশের চলমান অস্থিরতায় আসরকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিকল্প ভেন্যুর ব্যবস্থা রেখেছে আইসিসি।
গত সোমবার (৫ আগস্ট) আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে বিকল্পের কথা চিন্তা করছে সংস্থাটি। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাদের নিরাপত্তা সংস্থা এবং আমাদের স্বাধীন নিরাপত্তা পরামর্শকদের সঙ্গে নিয়ে আইসিসি ভালোভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সব অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং ভালো থাকাই আমাদের অগ্রাধিকার।’
বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করলে বিতর্কের মুখেও পড়তে পারে আইসিসি। কারণ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া তিনটি দেশের সরকার এরই মধ্যে তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ সফরের ব্যাপারে সতর্ক করেছে। তাই বিকল্পের কথা ভাবছে আইসিসি।
ইএসপিএনের মতে, বিকল্প ভেন্যুর ব্যাপারে কাজও এগিয়েছে আইসিসি। সেক্ষেত্রে তারা বিবেচনায় রেখেছে শ্রীলঙ্কা এবং ভারতকে। তবে এই দুই দেশে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা আছে।
অক্টোবরে শ্রীলঙ্কায় বৃষ্টিপাত বেড়ে যায়। তাই ওই সময়ে সেখানে বিশ্বকাপ আয়োজন করলে অধিকাংশ ম্যাচই ভেস্তে যেতে পারে। আর ভারতের ক্ষেত্রে পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা নিয়ে জটিলতা তৈরি হতে পারে।