বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) জি. এম. এ. জি. ওসমানী হলের মাঠে ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর সদস্য সংগ্রহ ও নবায়ন বুথ উদ্বোধন করা হয়েছে।
আজ (২৪ জানুয়ারি) সকাল ১১:৩০ মিনিটে ওসমানী হল মাঠ প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন, রেজাউল করিম রেজা, আরফান আলী, ইঞ্জিনিয়ার মো. জাহিনুল ইসলাম লিটন, মঈদুল ইসলাম মঈদ, শহিদুল ইসলাম চৌধুরী, জাহিদুর ইসলাম আনিস এবং বুটেক্সের তিন হলের প্রভোস্টবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বুটেক্সের ৪০তম ব্যাচের শিক্ষার্থী আলিমুর রেজার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অতিথিবৃন্দ তাদের বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন তার বক্তব্যে বলেন, আইটিইটিকে সক্রিয় রাখতে এর সদস্য সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি, আইটিইটির অন্তবর্তীকালীন কমিটি সংগঠনটিকে অনেক দূর এগিয়ে নেবে।
মেম্বারশিপ স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক রেজাউল করিম রেজা তার বক্তব্যে বলেন, আইটিইটির সঙ্গে সম্পৃক্ত থাকলে প্রত্যেক টেক্সটাইল ইঞ্জিনিয়ারের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয়। এই সদস্য সংগ্রহ বুথের কার্যক্রম সফল হবে বলে আমি আশাবাদী।
ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন তার বক্তব্যে দ্রুত আইটিইটির নির্বাচন আয়োজনের আহ্বান জানান। এ ছাড়া মেম্বারশিপ স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব আরফান আলী আশা প্রকাশ করেন, প্রত্যেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিজ উদ্যোগে আইটিইটির সদস্যপদ গ্রহণ করবেন।
বক্তব্য শেষে বুথের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ওসমানী হলের প্রভোস্ট ড. সাইদুজ্জামান এবং সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মো. মাহবুবুর রহমান আজীবন সদস্য হওয়ার জন্য ফর্ম সংগ্রহ করেন।
অনুষ্ঠানের শেষ অংশে অতিথিদের উপস্থিতিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ও ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যাচ ট্যুরের জন্য জার্সি উন্মোচন করা হয়।
উল্লেখ্য, আইটিইটির টুর্নামেন্ট চলাকালীন প্রতি শুক্রবার এই সদস্য সংগ্রহ ও নবায়ন বুথ চালু থাকবে।