সাভারে নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর শিক্ষার্থীরা বরাবরের মতোই আবার এক নতুন সাফল্য অর্জন করেছেন। টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ৯.০ প্রতিযোগিতায় সেরা ১০০ তে অবস্থান অর্জন করেছেন ৬ জন নিটারিয়ান।
বুধবার (২২শে জানুয়ারি) সেন্ট্রো টেক্স লিমিটেড স্পন্সরকৃত টেক্সটাইল ট্যালেন্ট হান্ট – পাওয়ার্ড বাই ইউরো ডাই-সিটিসি এর ফেসবুক গ্রুপে সেরা ১০০ উদ্ভাবনী পরিকল্পনাকারীদের তালিকা প্রকাশ করা হয়। ঢাকা ডিভিশনের ২৫ জনের তালিকায় ৬ জন নিটারের শিক্ষার্থী অবস্থান অর্জন করেন।ভিডিও অডিশন, ইনোভেশন আইডিয়া এবং চূড়ান্ত কুইজের মাধ্যমে তালিকা নির্বাচন করা হয়। গত মঙ্গলবার (২১শে জানুয়ারি) আইসিসিবি তে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় শীর্ষ ১০০ উদ্ভাবক ৩০ লক্ষ টাকার সমমূল্যের প্রশিক্ষণ পাবেন। এছাড়াও উদ্ভাবকরা বৃত্তি হিসেবে ১২ লক্ষ টাকা পাবেন। তার পাশাপাশি মোট পুরস্কার হিসেবে ৬.৫ লক্ষ টাকার নগদ অর্থ প্রদান করা হবে।
তালিকায় স্থান করে নেয়া শিক্ষার্থীরা হলেন: আকুলানন্দ সরকার অন্তর (৭ম , নিটার ১১তম ব্যাচ), সালেহীন বাঁধন ( ১৫তম, নিটার ১১তম ব্যাচ), মোঃ ইমতিয়াজ ইমাম (১৯তম, নিটার ১১তম ব্যাচ), কাজী রবিউল ইসলাম রেফাত (২৩তম, নিটার ১১তম ব্যাচ), মোঃ রফিউল কাদির রাফি (২৪তম, নিটার ১৩তম ব্যাচ) এবং এম এ রাফি (২৫তম, নিটার ১৪তম ব্যাচ)।
শিক্ষার্থীদের এই অনন্য সাফল্য বাকি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছে বলে জানিয়েছেন নিটারের বেশ কিছু শিক্ষার্থী। এছাড়াও উত্তীর্ণ শিক্ষার্থীরা জানান, ইন্ডাস্ট্রিতে হাতে কলমে শেখার বিশাল সুযোগ তারা পেতে যাচ্ছেন এবং ফলস্বরূপ তারা অভিজ্ঞতা ও অর্জন করতে পারবেন।