টেন মিনিট স্কুলসহ যেসকল প্রতিষ্ঠান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিনিয়োগ হারিয়েছিল তাদের বিষয়ে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
সোমবার (১২ আগস্ট) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা জানান তিনি।
এই বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “টেন মিনিট স্কুলসহ যেসব স্টার্টআপ প্রতিষ্ঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সরকারি বিনিয়োগ হারিয়েছিল, তাদের বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করা হবে।”
প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানানোর কারণে স্টার্টআপ বাংলাদেশ টেন মিনিট স্কুলে পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছিলো গত ১৬ জুলাই।
এ ছাড়াও, আন্দোলনের সময় ইন্টারনেট ব্ল্যাকআউটের তদন্ত রিপোর্ট আজই পাওয়া যাবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। রিপোর্টের আলোকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
বখতিয়ার/রুশু//