যুক্তরাষ্ট্রের বর্তমান নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্পের শাসন বিশ্বকে এক ভয়ংকর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ফ্যাসিবাদের উত্থান, শিক্ষা ও মানবিক সহায়তা ব্যবস্থার ধ্বংস, শুল্কনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের অবনতি—সবকিছু মিলিয়ে ট্রাম্পের নীতিগুলো শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।
তিনি ঐতিহাসিক মিত্রদের হুমকি দিয়েছেন, বৈশ্বিক চুক্তিগুলো বাতিল করেছেন এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির মতো মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁর শুল্কনীতি বিশ্ববাজারে ধস নামিয়েছে, লক্ষ চাকরি বিলীন হয়েছে, অথচ ধনীরা লাভবান হয়েছে।
এ পরিস্থিতিতে বিশ্বের উচিত প্রতিরোধ গড়ে তোলা—বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রকে একঘরে করা। কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে তাকে বিচ্ছিন্ন করে, ডলারের বিকল্প গড়ে তুলে, গবেষণা ও সাংস্কৃতিক সহযোগিতা সীমিত করে বিশ্বকে নিজস্ব পথে এগোতে হবে।
বিশ্বায়ন এখন অভিশাপে পরিণত হয়েছে, আর এ থেকে বাঁচতে হলে প্রয়োজন নেতৃত্ব, ঐক্য এবং সময়োচিত পদক্ষেপ। ট্রাম্পের শাসনের বিরুদ্ধে এখনই প্রতিরোধ না গড়লে, ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রকে তার দম্ভ ও অগণতান্ত্রিক কাজের জবাবদিহির মুখে দাঁড় করাতে হবে এখনই।