ঘুষ দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা দেশটির প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিচারক জুয়ান মার্চান তাঁর সাজা ঘোষণার দিন ২৬ নভেম্বর ধার্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
এ বিষয়ে বিচারক জুয়ান মার্চান বলেন:
“আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে যেন কেউ এই মামলাকে অনৈতিকভাবে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, তার জন্য সাজা ঘোষণার দিন নির্বাচন পর্যন্ত মুলতবি রাখা গুরুত্বপূর্ণ।”