ঢাকা রেলওয়ে স্টেশন হয়ে এখনো রাজধানীতে খুব বেশি মানুষ ফিরছেন না, বরং বিপরীতে অধিকাংশ মানুষ এখনও ঢাকা ছাড়ছেন। ঈদ উপলক্ষে সরকারি-বেসরকারি ছুটি আরও দুই দিন থাকায় অনেকেই এখনো গ্রামের পথে রয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ঈদের চতুর্থ দিন এবং ট্রেনে ফিরতি যাত্রার প্রথম দিনে ঢাকা রেলওয়ে স্টেশনের পরিবেশ ছিল তুলনামূলক শান্ত। প্ল্যাটফর্মে নির্ধারিত ট্রেনের অপেক্ষায় কিছু যাত্রী থাকলেও, বিভিন্ন গন্তব্য থেকে আসা ট্রেনগুলোতে যাত্রীসংখ্যা ছিল কম।
অনেকেই জানিয়েছেন, ঈদের ভিড় এড়িয়ে এখন স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছেন। আবার কিছু যাত্রী ফিরতি ভিড় এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরছেন।
তারাকান্দি থেকে ঢাকায় আসা যাত্রী নাবিল হাসান জানান, “আগামীকালও ছুটি আছে। ঢাকায় একদিন বিশ্রাম নিয়ে তারপর অফিস শুরু করবো। শেষ মুহূর্তে আসলে সব এলোমেলো লাগে, তাই আজই ফিরলাম।”
অন্যদিকে, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী আশরাফুন নাহার মিম বলেন, “ঈদের আগে ছোট বাচ্চা নিয়ে ভিড় ঠেলে বাড়ি যাওয়া সম্ভব হয়নি, তাই এখন যাচ্ছি। এখন স্বাচ্ছন্দ্যে যাওয়া যাচ্ছে, অথচ ঈদের সময় ট্রেনে জায়গা পাওয়াও কঠিন হয়ে পড়ে।”
স্টেশন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ১২টি আন্তঃনগর ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। পাশাপাশি বেশকিছু রাতের ট্রেন ঢাকায় পৌঁছেছে, তবে ট্রেনগুলোতে যাত্রীসংখ্যা ছিল কম।