পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। বুধবার (২৮ জানুয়ারি) ভোর থেকে রাজশাহী স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়েনি, ফলে লোকাল, আন্তঃনগর এবং মেইলসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ পরিস্থিতিতে বিপাকে পড়েছেন শত শত যাত্রী, যাঁরা ভোর থেকেই ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছেন। কিন্তু ট্রেন না পেয়ে একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তারা স্টেশনে ভাঙচুর চালান। যাত্রীরা অভিযোগ করেছেন, রেল কর্তৃপক্ষ তাদের কর্মসূচি জানত, অথচ টিকিট কেন বিক্রি করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন, কোনো প্রকার টাকা কাটা হবে না। এদিকে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনী স্টেশনে অবস্থান নিয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানো যায়।