দেশের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর ইউনিয়নের গৌরিপুর জুম্মাপাড়ার বাসিন্দা শরিফুল ইসলামের বাসায় হামলা ও লুট করে পাশের গ্রামের একদল লোক। গত সোমবার (৫ আগষ্ট) রাত ১০টায় এ হামলা চালানো হয়।
ভুক্তভোগী শরিফুল ইসলাম বলেন, “গত ৫ আগষ্ট রাত ১০ টায় পাশের গ্রামের আজগর আলীর নেতৃত্বে প্রায় ৩০/৩৫ জন ছুরি,বাঁশ,হাতুড়ি, রামদা এবং দেশীয় অস্ত্র নিয়ে আমার বাসায় হামলা করে লুটপাট করে। হামলাকারীরা প্রায় ২ লাখ টাকার গহনা লুট করে এবং ফ্রিজ, টিভি ভাঙচুর করে সকল আসবাবপত্র তছনছ করে।”
ভুক্তভোগীর মতে গহনা চুরি করেছে নজরুল এবং বানু।
শুধু হামলা কিংবা লুটপাট এই সীমাবদ্ধ না থেকে হামলাকারীরা শরিফুল ইসলাম ও তার ছেলে মোস্তাকিম ইসলাম এবং তার ভাই আব্দুস সাত্তারকে হত্যারও হুমকি দিচ্ছে। এমতাবস্থায় ভুক্তভোগী রা জীবন বাঁচাতে গত ৫ আগস্ট রাত থেকে লুকিয়ে থাকছে।
বর্তমানে দায়িত্বরত সেনা কর্মকর্তার কাছে ভুক্তভোগীরা নিরাপত্তা চাইলে তারা নিরাপত্তার আশ্বাস দেন।
বিডিএন৭১/টিএ/রুশু