চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা এলাকার মোহাম্মদ নেজাম উদ্দিন (৪৫) ও গুরগুরি এলাকার মোহাম্মদ ছালেক (৩৫)।
সোমবার রাতে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী জড়ো হয়ে তাঁদের উপর হামলা চালায়, এতে দুইজন নিহত হন এবং চারজন গুলিবিদ্ধ হন।
জামায়াতে ইসলামীর কাঞ্চনা ইউনিয়নের সেক্রেটারি জায়েদ হোছেন অভিযোগ করেছেন, নিহত ব্যক্তিরা দলটির সক্রিয় কর্মী ছিলেন এবং তাঁদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে জামায়াতের উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন জানিয়েছেন, নিহতরা তালিকাভুক্ত কর্মী ছিলেন না, তবে জামায়াতের প্রতি তাঁদের সমর্থন থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নেজাম উদ্দিন আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় ছিলেন না এবং সাম্প্রতিক সময়ে ফিরে আসার পর তাঁর সঙ্গে অন্য একটি পক্ষের বিরোধ চলছিল। ঘটনার রাতে তাঁদের একটি সালিস বৈঠকের জন্য এওচিয়ায় ডেকে নেওয়া হয়, এরপর মসজিদের মাইকে ডাকাত আসার ঘোষণা দিয়ে হামলা চালানো হয়।
সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, আটটি গুলির খোসা ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহত ব্যক্তিরা চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে।