রাজশাহীতে পুলিশ সদস্য আমিনুল ইসলাম (৩৫) তার সরকারি কোয়ার্টারের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার হয়েছে।
তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন এবং নগরের হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে স্ত্রী ও ষষ্ঠ শ্রেণিপড়ুয়া মেয়ের সঙ্গে বাস করতেন।
পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আমিনুল ইসলামের স্ত্রী তার স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান এবং থানায় খবর দেন। পুলিশ এসে আমিনুলের গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায়। প্রাথমিকভাবে আত্মহত্যার প্রেক্ষাপট হিসেবেই ঘটনা দেখা হচ্ছে।
আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, পারিবারিক কারণে স্ত্রীর সঙ্গে আমিনুলের মনোমালিন্য ছিল, যা আত্মহত্যার কারণ হতে পারে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, আমিনুল রাতে বাইরে থেকে বাসায় ফিরে আলাদা ঘরে শুয়েছিলেন। ময়নাতদন্তের জন্য তার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার মতো ঘটনা মনে হলেও, পুলিশি তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।