কোটা সংস্কার আন্দোলনে ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের কাউকেই গণমাধ্যমের সাথে কথা বলতে দেওয়া হয়নি।
আজ দুপুর দেড়টার দিকে মুক্ত করা হয় সমন্বয়কদের বলে জানিয়েছে ডিবির একাধিক সূত্র।
এর আগে সমন্বয়কদের সাথে তাদের অভিভাবকরা দেখা করতে যান। গোয়েন্দা শাখা থেকে ছয় সমন্বয়কদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত শুক্রবার নিরাপত্তার কথা বলে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে ডিবি প্রধানের কার্যালয়ে নেওয়া হয় এর পরদিন শনিবার আরো তিন সমন্বয়ক সারজিস, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।