জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ গতকাল বুধবার (৩১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার স্ত্রী অর্পিতা সমাদ্দারের সঙ্গে বিচ্ছেদের খবর জানান। তিনি লেখেন, “আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা হয়তো বন্ধু হিসেবেই ভালো আছি, কিন্তু জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু রেখে দুজনেই নিজেদের মতো করে বাকি জীবন কাটাবো।”
তিনি আরও বলেন, “অনেক উত্থান-পতনের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেজন্য আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।”
এই ঘোষণার মাধ্যমে আরিফিন শুভ ও অর্পিতা সমাদ্দারের সাড়ে ৯ বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটে। উল্লেখ্য, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মেয়ে এবং পেশায় ফ্যাশন ডিজাইনার অর্পিতাকে বিয়ে করেন শুভ।