পিরোজপুরের নাজিরপুরে বিএনপি নেতা মন্টু হাওলাদারের (৪৫) একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, “ডিসি, থানা, ফাঁড়ি সব বুকিং করে ফেলাইছি। আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু।”
স্থানীয় সূত্রে জানা যায়, অনলাইন জুয়া সংক্রান্ত বিরোধের জেরে ২১ জানুয়ারি বিএনপি নেতা মন্টু হাওলাদার দুই যুবক, হাইউম ও কাইউমকে মারধর করেন।
এই ঘটনার পর ভুক্তভোগী হাইউম নাজিরপুর থানায় অভিযোগ করেন। তবে মন্টু হাওলাদার দাবি করেন, তার নাম শুনেই পুলিশ মামলা নেয়নি।
ফাঁস হওয়া অডিওতে তিনি আরও বলেন, “আমরা পুলিশকে আইতে কইলে আইবে, না কইলে আইবে না। আমাগো ১ লাখ টাকা দিলে এই কেসটা আমরা দেখমু। ডিসি, থানা, ফাঁড়ি সব বুকিং করে ফেলাইছি।”
হাইউম অভিযোগ করেন, মন্টু ও তার বাহিনী অনলাইন জুয়া, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত।
তিনি বলেন, “আমি তার এসব অপকর্মের ভিডিও করি। মন্টু এসব জানতে পেরে আমাদের দুই ভাইকে ধরে ভিডিও ও অডিও ডিলিট করতে বলেন। আমরা রাজি না হওয়ায় আমাদের ওপর হামলা করা হয়। এরপর তিনি আমাদের মেরে ফেলার ষড়যন্ত্র করেন।”
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, “মন্টু হাওলাদারের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তদন্ত চলছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। পুলিশ কারও ব্যক্তিগত কথায় পরিচালিত হয় না।”
এদিকে, মন্টু হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ভাইরাল অডিওটি যাচাই করা হচ্ছে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আরইউএস