নির্বাচন কমিশন (ইসি) ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে এবং এর জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করছে।
কমিশন জানিয়েছে, তাদের কাছে অন্য কোনো নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নেই। এ ব্যাপারে ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আজ (১১ ফেব্রুয়ারি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে কমিশন তাদের অবস্থান তুলে ধরে।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা ডিসেম্বর ১৬ তারিখে যে বক্তব্য দিয়েছেন, তাতে নির্বাচন সংস্কারের ব্যাপারে যদি সীমিত সমঝোতা হয় তবে ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচন হতে পারে। তবে যদি বড় ধরনের সংস্কারের সুযোগ পাওয়া যায়, তবে ২০২৬ সালের জুনে নির্বাচন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে কমিশন জানিয়েছে, তারা আগেই জানিয়েছিল যে, সম্ভবত নির্বাচন শুরুর জন্য ডিসেম্বরের শেষের দিকে নির্ধারিত সময় ধরে প্রস্তুতি নিচ্ছে। কমিশনের অবস্থান এখনো অপরিবর্তিত এবং তারা শুধু জাতীয় নির্বাচন নিয়েই প্রস্তুতি গ্রহণ করছে, অন্য কোনো প্রস্তুতি নেই।
এছাড়া, সরকার যদি স্থানীয় নির্বাচন আয়োজনের জন্য অনুরোধ করে, তবে কমিশন সেই বিষয়ে আলোচনা করতে পারে। তবে, কমিশন মনে করে যে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, পাঁচ স্তরের স্থানীয় নির্বাচনের জন্য প্রায় এক বছরের মতো সময় প্রয়োজন হয়।