জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হওয়া উচিত বলে দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (৮ জুন) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “জুলাই মাস বাঙালির গণতান্ত্রিক আন্দোলনের আত্মত্যাগের স্মারক। কিন্তু বাংলাদেশে গণতন্ত্র আজও বিপন্ন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে চলছে নানা টালবাহানা। কেউ যখনই ক্ষমতায় আসে, তখন সে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই চায়। অন্তর্বর্তীকালীন সরকারকেও তাই প্রশ্নবিদ্ধ হতে হয়।”
তিনি আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূস জাতীয়ভাবে সমর্থন পেলেও, দেশের গণতন্ত্র এখনও সঙ্কটাপন্ন। এর থেকে মুক্তির পথ একটিই—নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন নিশ্চিত করা।”
রিজভীর মতে, “যদি আগামী বছরের এপ্রিলের দিকে নির্বাচন হয়, তবে প্রচারণা চলবে রমজান মাসে, যা জনদুর্ভোগ সৃষ্টি করবে। তাই এই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার দাবি জানাই। তা না হলে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে সন্দেহ থেকেই যাবে।”