জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতকের (সম্মান) পরীক্ষা শুরু হয়েছে। জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি’ ইউনিটের মাধ্যমে এ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকল নয়টায় ১ম শিফটে ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হয় । এদিন সকাল ৯টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত পরপর মোট ৫ শিফটে ‘ডি’ ইউনিটের ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রথম চার শিফটে ‘ডি’ ইউনিটের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ভর্তি পরীক্ষার প্রথম দিনে অংশগ্রহণের হার ছিল প্রায় ৮৫ শতাংশ।
এই অনুষদের মোট আসন সংখ্যা ৩১০ টি।এর মধ্যে ছাত্রদের আসন সংখ্যা ১৫৫টি এবং ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৮৬ হাজার ৭৫৫ জন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ‘ পরীক্ষা কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৫ মিনিট পরে আসলে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশের অনুমতি না থাকলেও অতিরিক্ত যানযট বিবেচনা করে প্রথম শিফটে পরীক্ষা শুরুর ৩০ মিনিট সময় পর্যন্ত শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা বলেন, “সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নিয়ম শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যেই ছিলো সকলেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। একইসঙ্গে পরীক্ষায় উপস্থিতির হারও সন্তোষজনক।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়