ডি-৮ এর ১১তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে মধ্যরাতে কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকার একটি সুস্পষ্ট রোডম্যাপ দিয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্দিষ্ট তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
শিক্ষা খাতের উন্নয়ন নিয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে শফিকুল আলম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে ঘুষ-দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার গুণগত মানোন্নয়নে অন্তর্বর্তী সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। নবম ও দশম শ্রেণির পাঠ্যবই আধুনিকায়ন করা হবে, আর ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের নাম বদলে ‘ইউনিভার্সিটি কমিশন’ করা হবে।
তিনি আরও জানান, আইসিটি শিক্ষাকে বিশ্বমানের করার পাশাপাশি শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। গত সরকার কিছু অপ্রয়োজনীয় খাতে বিনিয়োগ করলেও শিক্ষায় যথেষ্ট বরাদ্দ দেয়নি।
গুম ও বিচার সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, গুম কমিশনের প্রতিবেদন ভয়াবহ বাস্তবতা তুলে ধরেছে। এতে জড়িত রাজনীতিবিদ বা প্রশাসনের কর্মকর্তাদের বিচার করা হবে।
এছাড়া, জুলাই-আগস্টের আন্দোলনে রক্তপাতের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।