গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) আজ, ১৬ জানুয়ারি, সেন্ট্রাল ফিল্ডে অনুষ্ঠিত হলো ইন্ডাস্ট্রিয়াল এক্সপো ও জব ফেয়ার। ক্যাম্পাসজুড়ে ছিল বর্ণিল সাজ ও উৎসবের আমেজ।
সকাল ১০টায় আয়োজিত উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের মাননীয় উপাচার্য ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেন, “ইন্ডাস্ট্রি এবং একাডেমিক কোলাবোরেশন এবং অন-ক্যাম্পাস প্লেসমেন্টের এই সুযোগ দেশের শিক্ষাব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।” একইসাথে তিনি ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টের প্রতি আহ্বান জানান, যেন শিক্ষানবিশ প্রকৌশলীদের আরও বেশি সুযোগ প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. আরেফিন কাউছার, সহযোগী ছাত্রকল্যাণ পরিচালক ড. মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোস্তফা আফরোফ। তিনি আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
জব ফেয়ারে দেশের প্রায় ৪১টি খ্যাতনামা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো চাকরি প্রত্যাশী গ্রাজুয়েটদের কাছ থেকে সিভি সংগ্রহ করে। মেঘনা গ্রুপের পক্ষ থেকে ক্যাম্পাসেই মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং ২০ জন গ্রাজুয়েটকে চাকরির সুযোগ দেওয়া হয়। এছাড়া প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তাদের শিল্প ও প্রতিষ্ঠানকে বড় পর্দায় তুলে ধরা সহ সকলকে তাদের শিল্প প্রদর্শনের সুযোগ দেওয়া হয়।
ডুয়েট শিক্ষার্থীরা এই আয়োজনকে অনুপ্রেরণামূলক ও ক্যারিয়ার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। ইন্ডাস্ট্রিয়াল এক্সপো ও জব ফেয়ার ডুয়েটের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা প্রকাশ করেছেন সকলে।