ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ আজ ০৭ নভেম্বর, ২০২৪ খ্রি, রোজ বৃহস্পতিবার, সকাল ০৯:০০ ঘটিকায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আর্কিটেকচার বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রিসেন্ট ইনোভেশন ইন সিভিল এন্ড আর্কিটেকচার ইন্জিনিয়ারিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (IICASD 2024) বিষয়ক তিনদিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান অত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসানউল্লাহ মাষ্টার অডিটরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন আরো উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শওকত ওসমান, সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন ।
উক্ত অনুষ্ঠানে ১ম দিনের সেশনে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ড. ইউয়ুয়া তাকাহাশী, অধ্যাপক , টোকিও ইউনিভার্সিটি, জাপান ; ড. আইনুন নিশাদ, অধ্যাপক , বুয়েট ; ড. মতিউর রহমান, অধ্যাপক, ইউনিভার্সিটি টেকনোলজি ব্রুনাই, ব্রুনাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন কনফারেন্স চেয়ার ও সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন।