ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। ১৪ এপ্রিল (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে ‘নববর্ষের ঐকতান/ ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়।
উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য নববর্ষ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। এতে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শোভাযাত্রা শেষে উপাচার্য ও উপ-উপাচার্য উপস্থিত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। পরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের সামনে আয়োজিত চিত্র প্রদর্শনীতে গ্রামীণ বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়।
এছাড়াও ডুয়েট স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা নববর্ষ উদযাপনের আনন্দে নতুন মাত্রা যোগ করে।
সার্বিকভাবে দিনটি উৎসবমুখর পরিবেশে অতিবাহিত হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থীসহ সব পর্যায়ের মানুষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক অপূর্ব মিলনমেলায় অংশগ্রহণ করেন।