দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের দ্বিতীয় দিনে সিলেট মেট্রোপলিটন পুলিশ আরও ৭ জনকে আটক করেছে। আটককৃতরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পদধারী নেতা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন: আবদুর রব হাজারী (৬২), সিলেট নগরীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাদমান কবির (২৯), ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, মিনহাজ ইসলাম সৌরভ (২৬), ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি, ফজলুর রহমান রনি (৩৭), ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসম্পাদক, হাসেম খান, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি, ইয়ামিন আহমদ (২৪), ৩৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য, আনোয়ার হোসেন আফরোজ (৬০), দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি।
এছাড়া, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতেও সিলেট মহানগরী থেকে ৫ জনকে আটক করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।