সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়ে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটিকে দেশের বিচার ব্যবস্থার ইতিহাসের ‘বিপজ্জনক নজির’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই আংশিক দায়মুক্তি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ক্ষতির কারণ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার রায় ঘোষণার পর হোয়াইট হাউসে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেছেন তিনি।
হোয়াইট হাউসে রোবার্টস বিচারপতির নেতৃত্বের সুপ্রিম কোর্টের একটি বেঞ্চের রায় মেনে নেয়ার পরে বাইডেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন। তিনি জানান, এই রায় দেশের জনগণের জন্য ‘ক্ষতিকর হয়ে উঠছে’, যেটি আইনের প্রতি সমান অধিকার এবং সর্বাধিকার নির্ধারণ করে। বাইডেন আরো উল্লেখ করেন, সুপ্রিম কোর্টের এই রায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে রাজায় পরিণত করতে পারে, এবং এটি একটি বিপজ্জনক নজির স্থাপিত করেছে।
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ট্রাম্প এমন কাজ করেছেন যা সাংবিধানিকভাবে দায়িত্ব পরিপালন করার সম্ভাবনা তাঁর উপর পড়তে পারে। বিচারপতিদের নির্দেশনা অনুযায়ী, ট্রাম্পের বিরুদ্ধে স্থানীয় আদালতে কিছু মামলা চলছে যেগুলি বিচার করতে হবে । এ সম্পর্কে সুপ্রিম কোর্ট বিশেষ নির্দেশনাও প্রদান করেছে।
আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তাঁরা প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। ওই সময়ে প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা, ক্যাপিটল হিলে হামলায় উসকানি দেওয়া, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়া, কর ফাঁকি, রাষ্ট্রের গোপন নথি অপসারণসহ নানা অভিযোগে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি আদালতে ট্রাম্পের বিচার চলছে।
সুপ্রিম কোর্টের রায় প্রকাশের পরে এক বিশেষ বেঞ্চের মাধ্যমে বিচারকেরা বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতাবলে দায়মুক্তি পেতে পারেন, তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলা নির্ধারণ করা হয়েছে এবং তা বিচার করতে হবে।