প্যারিস অলিম্পিকের এই আসরে ডোপিংয়ের অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন গ্রিক পোল ভল্টার এলিনি-ক্লদিয়া পোলাক।প্যারিস অলিম্পিকে চতুর্থ ক্রীড়াবিদ হিসেবে নিষিদ্ধ হয়েছেন তিনি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) পক্ষ থেকে জানানো হয়েছে যে, পোলাকের ডোপ টেস্টে অননুমোদিত বস্তুর অস্তিত্ব পাওয়া গেছে। নিষিদ্ধ হওয়ার আগে পোল ভল্টের কোয়ালিফাইং রাউন্ডে অংশ নিয়েছিলেন এই ২৭ বছর বয়সী গ্রিক ক্রীড়াবিদ।
অপরপক্ষে, পোলাক দাবি করেছেন তিনি কোন ভুল করেননি। তিনি কখনোই বাড়তি কিছু গ্রহণ করেননি। ডোপ টেস্টে পাওয়া উপাদান অনুমোদিত সীমার মধ্যেই ছিল বলে দাবি জানান তিনি। তার আয়রন ঘাটতির সমস্যাও আছে, যে কারণে প্রতিদিন তাকে রেড মিট খেতে হয়। কোনো নিষিদ্ধ উপাদান থাকলে সেটা ওই মাংসেই ছিল বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, পোলাকের আগে নাইজেরিয়ার এক বক্সার এবং ইরাক ও আফগানিস্তানের দুই জুডোকা একই আসরে নিষিদ্ধ হয়েছেন।
বিডিএন৭১/বখতিয়ার/রুশু