বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চলমান লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সংসদ সদস্য এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। এ বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে একটি চিঠিও দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে ঘিরে তৈরি হওয়া ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে চান এবং সেই কারণেই ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেছেন।
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারবিরোধী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তার খালার প্রশাসনের সময় সরকারি সুবিধা নিয়েছেন।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ও কিছু গণমাধ্যম দাবি করেছে, টিউলিপ সিদ্দিক ও তার মা নাকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে ৭,২০০ বর্গফুটের একটি জমি পেয়েছেন।
তবে টিউলিপ এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন। তার আইনজীবীরা এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বর্ণনা করেছেন। টিউলিপ আরও জানান, এসব বিষয়ে তার সঙ্গে এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ যোগাযোগ করেনি।
এই প্রেক্ষাপটে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নিজের অবস্থান পরিষ্কার করতে চান টিউলিপ সিদ্দিক।