অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। চলতি বছরের ১৯ এপ্রিল ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।
আতিফ আসলাম তার পোস্টে জানান, “আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন তিনি।”
প্রসঙ্গত, ২০১৩ সালে প্রথম ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখতে যাচ্ছেন জনপ্রিয় এই তারকা।