আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উৎসবকে আরও প্রাণবন্ত করতে ঢাকায় পুনরায় চালু হচ্ছে সুলতানি আমলের ঐতিহ্যবাহী ঈদ মিছিল।
রবিবার (২৩ মার্চ) এক ফেসবুক পোস্টে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আসন্ন ঈদ উপলক্ষে এই উদ্যোগ হাতে নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদ উল্লেখ করেন, বর্তমানে ঈদ উদযাপন অনেকটাই একঘেয়ে হয়ে গেছে। টিভি দেখা বা ঘুমানোর বাইরে তেমন কোনো সম্মিলিত আয়োজন আর নেই ঈদ উদযাপনে। তবে এবার ঈদকে আরও আনন্দময় করতে বিশেষ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সুলতানি আমলের মতো করে ঐতিহ্যবাহী ঈদ মিছিল করা হবে এবার।
আসিফ আরও লেখেন, সুলতানি আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত ঢাকায় ঈদ মিছিলের প্রচলন ছিল। সেই ঐতিহ্য পুনরুজ্জীবিত করতেই ডিএনসিসির এই উদ্যোগ।
পরিকল্পনার বিষয়ে আসিফ মাহমুদ লিখেছেন:
❝চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরনো বাণিজ্য মেলা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। গ্রামের ঈদগাহের মতোই জামাতস্থলের পাশে একটি দিনব্যাপী মেলা বসবে। নামাজ শেষে এক আনন্দঘন ও বর্ণাঢ্য ঈদ মিছিল অনুষ্ঠিত হবে, যা চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে। আয়োজকদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, মিছিলের কোনো অংশই ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী হবে না।❞
সবাইকে এই আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই উদ্যোগকে সফল করবে। তিনি আগাম ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন।