রুশাইদ আহমেদ: রাজধানী ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী “বিনিয়োগ সম্মেলন ২০২৫”। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ প্রায় ৪০টি দেশের শীর্ষস্থানীয় ৬০০-এরও বেশি দেশি ও বিদেশি বিনিয়োগকারী অংশ নিচ্ছেন।
সম্মেলনের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন ড. মুহাম্মদ ইউনূস, যিনি অংশগ্রহণকারী শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে আলাদাভাবে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরা হবে বস্ত্র শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং ডিজিটাল অর্থনীতি। সম্মেলনের ইভেন্ট ও কার্যক্রম নিয়ে গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
প্রথম দিনের কার্যক্রম দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি বিশেষ ফ্লাইটে ৬০ জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারী চট্টগ্রামে যাবেন। সেখানে কোরিয়ান ইপিজেড এবং মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখে দিন শেষে ঢাকায় ফিরে আসবেন। এই পরিদর্শনে বিনিয়োগকারীরা সরাসরি কারখানা স্থাপনের সম্ভাবনা এবং সাপোর্ট সিস্টেম পর্যালোচনা করবেন।
সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে “স্টার্টআপ কানেক্ট” শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের স্টার্টআপ এবং ভেঞ্চার বিনিয়োগকারীদের মধ্যে নেটওয়ার্কিং, প্যানেল আলোচনা ও ম্যাচমেকিং ইভেন্ট অনুষ্ঠিত হবে। একইসঙ্গে, মঙ্গলবার বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন এবং স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করবেন।
দ্বিতীয় দিনে বিশ্বব্যাংক ও আইএলও-র সঙ্গে বৈঠকে এফডিআই সংক্রান্ত বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। বুধবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে, যা চলবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। সারাদিন জুড়ে চলবে একাধিক সমান্তরাল সেশন। পাশাপাশি, কিছু সফল বিনিয়োগকারীকে সম্মাননা দেওয়া হবে।
পরে আয়োজিত “ইয়ুথ এন্টারপ্রেনারশিপ মেলা”-তে ড. ইউনূস নবীন উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।