বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) উদ্যোগে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি)-তে শুরু হয়েছে ১৭তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারী) মেলাটি উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাণিজ্য সচিব মো. আবদুর রহিম খান এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি সামিম আহমেদ।

মেলার আয়োজন করেছে বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) এবং হংকংভিত্তিক প্রতিষ্ঠান ইয়োকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস। মেলাটি চলবে ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। চার দিনব্যাপী এই মেলায় দেশি-বিদেশি ৮০০টিরও বেশি প্রতিষ্ঠানের স্টল রয়েছে।বাংলাদেশ, চীন, জার্মানি, ভারত, ইতালি, ভিয়েতনাম, তুরস্ক ও জাপানসহ বিভিন্ন দেশের কোম্পানি তাদের আধুনিক পণ্য ও প্রযুক্তি নিয়ে অংশগ্রহণ করছে।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন,
“প্লাস্টিকের ভালো ও খারাপ দুই দিক রয়েছে। পরিবেশবান্ধব প্লাস্টিকের ব্যবহার বাড়াতে এবং ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তিনি পাটসহ অন্যান্য টেকসই পণ্যের ব্যবহার বৃদ্ধির ওপরও জোর দেন।”
এছাড়াও তিনি জানান, বর্তমানে দেশের প্লাস্টিক খাতে প্রায় ১২ লাখ মানুষ কাজ করছে এবং এ সেক্টরে রয়েছে প্রায় ছয় হাজার প্রতিষ্ঠান। বছরে প্রায় ৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করছে এই খাত, যা দেশের সম্ভাবনাময় শিল্পের মধ্যে অন্যতম।

শেখ বশিরউদ্দীন বলেন, “এই আন্তর্জাতিক প্রদর্শনী প্লাস্টিককে আরও পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন,
“বাংলাদেশের প্লাস্টিক শিল্প এখন সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে। প্রতিদিনের জীবনে প্লাস্টিকের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। তিনি বলেন, প্লাস্টিকের সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে পরিবেশের ক্ষতি কমিয়ে আনা সম্ভব।”
প্রসঙ্গত, মেলা চলাকালীন, দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও প্রযুক্তির প্রদর্শনীর মাধ্যমে এই খাতের আরও উন্নয়ন ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে নতুন দিক উন্মোচিত হবে।
বিএন