রাজধানীর মগবাজারে প্রকাশ্য দিবালোকে এক তরুণের কাছ থেকে চাপাতির ভয় দেখিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়েছে তিন ছিনতাইকারী। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে।
পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ১৮ মে বিকেলে, মগবাজারের গ্রিনওয়ে গলিতে। ভুক্তভোগী তরুণের নাম আবদুল্লাহ, যিনি কুমিল্লার বাসিন্দা। তিনি গতকাল (রোববার) রাতেই হাতিরঝিল থানায় অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে একটি মামলা করেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, ঘটনা ঘটার পর তা গোপন থাকলেও ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ ভুক্তভোগীকে শনাক্ত করে। এরপর তিনি থানায় এসে মামলা করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি গলি দিয়ে এক তরুণ ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছেন। হঠাৎ একটি মোটরসাইকেল থেকে তিনজন নামেন, যাঁদের দুইজনের হাতে ছিল চাপাতি। তাঁরা তরুণকে ঘিরে ধরে তাঁর ব্যাগ ছিনিয়ে নেন এবং তাঁকে বারবার চাপাতি দিয়ে আঘাত করেন। আহত তরুণ ব্যাগ ফেরত পাওয়ার আকুতি জানালে তাঁকে আবারও ভয় দেখিয়ে সরিয়ে দেন ছিনতাইকারীরা।
পরে ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত অবস্থায় আবদুল্লাহ অসহায়ভাবে তাঁদের পেছনে তাকিয়ে থাকেন।
ওসি রাজু জানান, ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ভিডিও ফুটেজ তদন্তে গুরুত্বপূর্ণ সহায়তা করছে বলে জানান তিনি।