দেশের চার বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। তাই ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে তাপপ্রবাহ বৃদ্ধির কারণে আরও তিন দিন এই চার অঞ্চলে হিট এলার্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ সকাল ৯টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাস বলছে, ” কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে, সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। ”
জানা যায়, গতকাল বিকেল তিনটা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা একই সময় পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।