পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকায় অবস্থানরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে ঢাকায় বিভিন্ন সরকারি ও বেসরকারি পেশায় কর্মরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর খিলগাঁওয়ে ক্যাফে পার্ক রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। এসময় মার্কেটিং বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তব্য তারা বিশ্ববিদ্যালয় ও বিভাগ নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি বিভাগের শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়া বক্তারা বিভাগের অ্যালামনাইদের কল্যানে ভবিষ্যতে নানা উদ্যোগের পরিকল্পনার কথা তুলে ধরেন।
মার্কেটিং চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ও ওয়ালটনের ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসান বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারো চেষ্টা ছিল সবার অংশগ্রহনে একটা দিন সবাই এক সাথে বসা। ব্যস্ততাকে পাশ কাটিয়ে কিছুটা সময় নিজেদের করে নেয়া। ক্যাম্পাস জীবনের মধুর সময়গুলোর স্মৃতিচারণ, সবাই সবার খোঁজ রাখা এবং অ্যালামনাইদের মাঝে যে একটা সেতুবন্ধন রয়েছে সেটাকে আরো সুদৃঢ় করাই আমাদের প্রধান উদ্দেশ্য।