ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে ২১টি পদে জয় লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল ২টি পদে জয়লাভ করেছে।
এই নির্বাচনে আওয়ামীপন্থি সাদা প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবদুর রহমান হাওলাদার এবং আনোয়ার সাহাদাত শাওন।
এছাড়া বাকি বিজয়ী প্রার্থীরা হলেন- সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মাসরাত আলী, সহসাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান সহ আরোও অনেকে।