পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে দুপুর ২টা থেকেই ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন আছে। সাভার ও আশুলিয়া থানা পুলিশ একযোগে আজকের এ কর্মসূচিতে দায়িত্ব পালন করছে। মহাসড়কে পুলিশের অন্তত ১০টি গাড়িতে টহলরত অবস্থায় দেখা গেছে। হেলমেট পরিহিত ও লাঠিসোটা হাতে পুলিশ প্রস্তুত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘গত কয়েকদিনের টানা অবরোধে উত্তরবঙ্গগামী মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে। যেহেতু আদালতের রায় শিক্ষার্থীদের পক্ষে এসেছে। আদালতের পক্ষ থেকে তাদের কাছে এক মাসের সময় চাওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা আশা করি আদালতের প্রতি সম্মান রেখে তারা তাদের অবরোধ কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে বিরত থাকবেন। শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে পারেন।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়