ঢাকা কলেজে আগুন ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের পাশে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, মূল ক্যাম্পাস থেকে কেন্দ্রীয় মাঠের প্রবেশ পথে ঝরাপাতা ও শুকনো ডালপালায় আগুন ধরে যায়।
ঢাকা কলেজে আগুন কয়েক মিনিটের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, হল থেকে দেখা যায় অর্থনীতি বিভাগের পাশে আগুন জ্বলছে।
সবাই মগ ও বালতি নিয়ে এগিয়ে এলেও এর আগেই আগুন নিভে যায়।
এক শিক্ষার্থী জানান, ব্যাডমিন্টন খেলার সময় খবর পান কলেজে আগুন লেগেছে। তবে সেখানে পৌঁছানোর আগেই মাত্র ৫ মিনিটের মধ্যে আগুন নিভে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায়, তবে স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন আর ছড়াতে পারেনি।
সেখানে থাকা আমাদের প্রতিনিধি যখন আশেপাশে থাকা সাধারণ জনগণকে প্রশ্ন করে কিভাবে এই আগুনের উৎপত্তি।
তখন সাধারণ জনগণ কিছু বলতে পারে না এবং তারা ফায়ার সার্ভিসের উপর অনেক ক্ষোভ ব্যক্ত করে।
এর থেকে বোঝা যায় ফায়ার সার্ভিস সঠিক সেবা দিচ্ছে না এবং এতে করে আমাদের জনজীবনে অনেক ঝুঁকি বেড়ে যাচ্ছে।
তাহলে কি এভাবেই চলতে থাকবে আমাদের দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের সেবা ।
যদি সময় মতো ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না পৌঁছাতে পারে এবং তাদের সক্ষমতা যদি না বৃদ্ধি করা হয় তাহলে আগামীতে আরো প্রচুর প্রাণহানি ঘটতে পারে ।
এ বিষয়ে আমরা যখন ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কথা বলি তখন তারা এইসব বিষয়ে কথা বলতে চায় না
ঢাকা কলেজ নিয়ে আরো খবর। আমাদের বিডিএন ৭১ এর ইউটিউব ঘুরে আসুন
আরএস