ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপন করা হচ্ছে ১৪২৭টি ক্যামেরা। গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) হাইওয়ে পুলিশের সদরদফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান।
তিনি বলেন, ক্যামেরা বসানোর কাজ দ্রুতই শেষ হবে। দুয়েক মাসের মধ্যে কাজ শেষে প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারেন।
তিনি আরোও বলেন, বাংলাদেশে প্রায় ২২ হাজার কিলোমিটার হাইওয়ে রয়েছে। কিন্তু হাইওয়ে পুলিশ দেখছে মাত্র ৩ হাজার কিলোমিটার সড়ক। হাইওয়েতে কোনো ঘটনা ঘটলে জনগণের নজর থাকে হাইওয়ে পুলিশের দিকে। কিন্তু এই খারাপ কাজটি আমাদের আওতায় ঘটেনা।
সৌজন্য সাক্ষাতে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খানসহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন