চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৯ দফার বাস্তবায়নে গণমিছিল ও ঢাকা-টাঙ্গাঈল মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইলের সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২ আগস্ট) জুমার নামাযের পর পিটিআই মসজিদ প্রাঙ্গনে জড়ো হতে থাকে সাধারণ শিক্ষার্থীরা।পরবর্তীতে দুপুর ২টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিল শুরু হয়।শিক্ষার্থীরা ডিস্ট্রিক গেইট-হ্যালিপ্যাড-প্রেস ক্লাব-নিরালা মোড় হয়ে আশিকপুর বাইপাস অভিমুখী যাত্রা শুরু করে।
এসময় শিক্ষার্থীদের ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘জেগেছে রে জেগেছে,ছাত্রসমাজ জেগেছে ’,‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’,‘সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ’,’এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’,‘স্বেরাচারীর দেরে কবর,রক্তে নাচুক তপ্ত খবর’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’সহ বিভিন্ন ধরনের পোস্টার প্রদর্শন এবং সরকারের অপকর্মের বিরুদ্ধে নানাবিধ স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা আশিকপুর বাইপাসে প্রায় ১ ঘণ্টার মতো অবস্থান করেন।এতে দুইপাশে প্রায় ১৩ কিলোমিটারের মতো যানজটের সৃষ্টি হয়।এ সময় নানা শ্রেণি-পেশার মানুষ, অভিভাবক এবং শিক্ষকদেরও ছাত্রদের সাথে যোগ দিতে দেখা যায়।
পরে বিকেল সাড়ে চারটার দিকে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে মহাসড়ক থেকে শহরের দিকে ফিরে যেতে থাকে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।এছাড়া বিজিবিকেও শহরে বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়।