রাজধানীর পান্থকুঞ্জ পার্কের পান্থপথ বক্স কালভার্টের পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, “নিয়ন্ত্রণে আছে ঢাকা দক্ষিণের মশা। এ বছর জলাবদ্ধতা হবে না।”
তিনি আরো বলেন, “যাত্রাবাড়ী, জুরাইনে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রয়েছে। মশক নিয়ন্ত্রণে জনবলের কোনো সংকট নেই, যেসকল কর্মী অবহেলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোথায় মশার উপদ্রব বাড়লে আমরা ব্যবস্থা নেব।”
তিনি জানান, এ বছর জলাবদ্ধতা হওয়ার কোনো সম্ভাবনা নেই। গত বছর যেসব এলাকায় জলাবদ্ধতা ছিল এবার সে এলাকায় কাজ করা হয়েছে। পানি প্রবাহের ব্যবস্থা করায় জলাবদ্ধতা রোধ করা সম্ভব হয়েছে।