ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্স ভবনের সামনে একটি মেহগনি গাছের মগডাল থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পাওয়ার পর শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের আনুমানিক বয়স ৪৫ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরনে ছিল সবুজ টি-শার্ট, সাদা কোট এবং নীল রঙের ট্রাউজার।
লাশের অবস্থা: গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এসআই শেখ হাদিউজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে। মৃত ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে প্রকৃতির হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।“
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, ফায়ার কর্মীরা লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা হবে।
পুলিশ এই ঘটনায় সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরইউএস