রাজধানীর সরকারি ৭ কলেজের জন্য প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেন, “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে স্বাগতম। আশা করি, এটি বাংলাদেশের সেরা এবং বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হবে।” তিনি এই কথা তার ফেসবুক পোস্টে লিখেছেন।
রবিবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়।
সরকারি সাতটি কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি হওয়া এই সাতটি কলেজের শিক্ষার মানোন্নয়ন এবং সময়োপযোগী শিক্ষাপদ্ধতি প্রণয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় অনিয়ম ও অদূরদর্শিতার কারণে গত বছর অক্টোবর মাসে এই কলেজগুলোর শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।
পরবর্তীতে, ১৮ ফেব্রুয়ারি ইউজিসি সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব দেন এবং বিশ্ববিদ্যালয়ের নামের প্রস্তাব আহ্বান করা হয়। শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কাছ থেকে প্রস্তাবিত নাম সংগ্রহের পর ইউজিসির মতবিনিময় সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়।
আরএ/আরইউএস