ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মব জাস্টিসের প্রতিবাদে মশা মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বরে মশাল মিছিল সহ একত্র হয় শিক্ষার্থীরা। মিছিলটি শহিদ মিনার হয়ে আবার স্মরণ চত্বরে ফিরে এসে বক্তব্য প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়।
‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘বিচার চাই বিচার করো, মব জাস্টিস বন্ধ করো’, ‘বৈষম্যের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার বিচার তুমি করো, মবের বিচার করবে কে?’ ‘মব কিলিং মানি না, মানব না’, ‘বিচারবহির্ভূত হত্যা মানি না, মানব না’, ‘আমার ক্যাম্পাসে হত্যা কেন? প্রশাসন জবাব চাই’, ‘মব জাস্টিসে মৃত্যু হয়, মরার পরে বিচার নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী জশদ জাকির বলেন, “সাবেক এক ছাত্রলীগ কর্মীর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে হত্যা করা হলো। রাবি আর জাবিতেও এরকম বিচার বহির্ভূত হত্যাকান্ড হয়েছে। বাকি আছে চবি। এরকম আমরা আর দেখতে চাই না। দ্রুত বিচারের আওতায় আনার হোক এসব খুনিদের।”