ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু তার একটি ফেসবুক পোস্টে “লাল সন্ত্রাস” কে প্রান্তিক জনগণের সুরক্ষায় একমাত্র উপায় হিসেবে উল্লেখ করেছেন। তার বক্তব্য ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নিজের টাইমলাইনে দেওয়া বার্তায় তিনি বলেন, জনগণের সুরক্ষার জন্য প্রতিরোধমূলক সহিংসতার প্রয়োজন। তিনি আরও মন্তব্য করেন যে, শুধুমাত্র মিছিল ও প্রার্থনা সভার মাধ্যমে ফ্যাসিবাদ মোকাবিলা করা সম্ভব নয়।
বক্তব্যের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা রাত সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল করেন, যা হলপাড়া থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
ফেসবুকে দেওয়া বার্তায় মেঘমল্লার আরও উল্লেখ করেন, “একমাত্র ভালো ফ্যাসিস্ট হলো মৃত ফ্যাসিস্ট।” তিনি আন্দোলনের কৌশল পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, “এবার কার্যক্রম গোপনে নিয়ে যাও।”
এদিকে, শিক্ষার্থীদের মধ্যে অনেকেই এ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। ঢাবি শিক্ষার্থী এবি জুবাইর বলেন,
“এ ধরনের উস্কানিমূলক বক্তব্য সংঘাত তৈরি করতে পারে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই।”
প্রসঙ্গত, “লাল সন্ত্রাস” সোভিয়েত রাশিয়ায় বলশেভিকদের দ্বারা পরিচালিত একটি দমনমূলক কার্যক্রম ছিল, যা রাজনৈতিক বিরোধীদের নির্মূল করতে পরিচালিত হয়েছিল।
আরইউএস//বিএন