ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ আবারও বৃদ্ধি পেয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) ইয়েমেনি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে, উল্লেখ করেছে আনাদোলু।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম তাইজে বিদ্রোহীদের হামলায় আটজন হুতি সদস্য নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। তবে সরকারি বাহিনীর হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গত দুই বছরে এই অঞ্চলে এটি সবচেয়ে তীব্র সংঘর্ষ বলে উল্লেখ করা হয়েছে।
পূর্ব তাইজেও বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে সেখানেও হতাহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য মেলেনি।
এক সামরিক সূত্র জানিয়েছে, পূর্ব তাইজে একটি সরকারি অবস্থান দখলের চেষ্টা করলে হুতিদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানো হয়।
২০২২ সালের এপ্রিল থেকে ইয়েমেনে আপেক্ষিক শান্তি বজায় ছিল। একটি যুদ্ধবিরতির মাধ্যমে সরকারি বাহিনী ও হুতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বন্ধ হয়েছিল। ২০১৪ সালে হুতিরা ইরানের সমর্থনে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই এই সংঘাতের সূচনা হয়।
আরএস//বিএন