বাংলাদেশের ক্রিকেটের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হার্টে দুইবার অ্যাটাক হওয়ার পর চিকিৎসকরা তাঁর হার্টে রিং পরিয়েছেন। বর্তমানে তিনি সিসিইউতে রয়েছেন বলে জানিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের অবস্থা উন্নতির দিকে রয়েছে।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে সোমবার সকালে সাভারের বিকেএসপিতে যান তামিম ইকবাল। মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচে টসেও অংশ নেন। তবে ফিল্ডিংয়ে নামার আগে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। দ্রুত তাঁকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়।
ম্যাচ রেফারি দেবব্রত পাল জানান, হাসপাতালে তামিমের অ্যানজিওগ্রাম করা হলে হার্টে ব্লক ধরা পড়ে। তাঁকে ঢাকায় নেওয়ার জন্য বিকেএসপিতে হেলিকপ্টার পাঠানো হলেও তাঁর শারীরিক অবস্থা এতটাই গুরুতর ছিল যে, তাঁকে সেখানে তোলা সম্ভব হয়নি। তাই ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাঁর হার্টে রিং পরানোর সিদ্ধান্ত নেন।
তামিমের শারীরিক অবস্থার উন্নতি নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ বলেছেন, “আমরা তাঁর জ্ঞান ফেরার অপেক্ষায় আছি। একটু স্থিতিশীল হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
তামিমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও তাঁর হার্টে ব্লক ধরা পড়া ও রিং পরানোর বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।
হাসপাতালে তামিমের পাশে রয়েছেন তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফিস ইকবাল ও পরিবারের অন্যান্য সদস্যরা।
তাঁর অসুস্থতার খবর শুনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাসপাতালে ছুটে গেছেন। এমনকি বিসিবি তাদের ১৯তম বোর্ড সভাও স্থগিত করেছে।
এদিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। তাঁর উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়েছে।
তামিমের দ্রুত সুস্থতা কামনায় ক্রিকেট মহল ও ভক্তদের মধ্যে দোয়া ও শুভকামনা অব্যাহত রয়েছে।