মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে সাভারের বিকেএসপি মাঠে উপস্থিত হয়েছিলেন সদ্য সাবেক হওয়া জাতীয় ক্রিকেটার তামিম ইকবাল। তবে খেলার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
তামিমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় শুরুতে তাকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল এবং সে জন্য একটি হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়। তবে তার শারীরিক অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল যে, হেলিকপ্টারে তোলা সম্ভব হয়নি। ফলে তাৎক্ষণিকভাবে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালে ভর্তি করা হয়।
ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল নিশ্চিত করেছেন যে তামিম বর্তমানে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। ইতোমধ্যে তার ভাই নাফিস ইকবাল ও স্ত্রী ঢাকার বাসা থেকে হাসপাতালে পৌঁছেছেন। বিসিবির কর্মকর্তারাও মিরপুর থেকে সাভারে গিয়েছেন তার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে।
আজ সোমবার (২৪ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নামেন তামিম ইকবাল। ম্যাচ শুরুর আগে তিনি দলকে নেতৃত্ব দেন এবং টস করেন। তবে খেলার একপর্যায়ে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি।
এই সংকটময় পরিস্থিতিতে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “দ্রুত সুস্থ হন, তামিম ভাই। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি, দোয়া রইল।”